ভারতীয় মুসলমানদের ইতিহাস (৭১২ – ১৫২৬) বিষয় কোড: ২২১৬০১



অনার্স ইসলামের ইতিহাস ২য় বর্ষ ভারতে মুসলমানদের ইতিহাস ১৫২৬ খ্রি
বিষয় কোড: ২২১৬০১

ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

১. ‘তবকাই ই নাসিরি’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘তবকাই ই নাসিরি’ গ্রন্থের রচয়িতা ছিলেন ঐতিহাসিক মিনহাজ ই সিরাজ।

২. ‘কিতাবুল হিন্দ’ গ্রন্থের রচযিতা কে?
উত্তর: ‘কিতাবুল হিন্দ’ গ্রন্থের রচযিতা ঐতিহাসিক আল বেরুনি।

৩. ইবনে বতুতা কোন সনে ভারতবর্ষে আগমন করেন?
উত্তর: ইবনে বতুতা ১৩৩৩ সনে ভারতবর্ষে আগমন করেন।

৪. আরবদের সিন্ধু বিজয়কালে দামেস্কের খলিফা কে ছিলেন?
উত্তর: আরবদের সিন্ধু বিজয়কালে দামেস্কের খলিফা আল ওয়ালিদ ছিলেন।

৫. ‘রেহলা’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘রেহলা’ গ্রন্থের রচয়িতা ইবনে বতুতা।

৬. মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী কোথায় ছিল?
উত্তর: মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী আলোয়ার ছিল।

৭. আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করে?
উত্তর: আরবরা ৭১২ খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করে।

৮. সবুক্তিগিন কত বছর রাজত্ব করেন?
উত্তর: সবুক্তিগিন ২১ বছর রাজত্ব করেন।

৯. মহাকবি ফেরদৌসির প্রকৃত নাম কী?
উত্তর: মহাকবি ফেরদৌসির প্রকৃত নাম মুহম্মদ আবুল কাসেম।

১০. সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন?
উত্তর: সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন।

১১. কোন সুফি সাধক ‘সুলতানুল হিন্দ’ নামে পরিচিত?
উত্তর: সুফি সাধক খাজা মুইনুদ্দিন চিশতি ‘সুলতানুল হিন্দ’ নামে পরিচিত।

১২. ‘কুয়াতুল ইসলাম মসজিদ’ কে নির্মাণ করেন?
উত্তর: ‘কুয়াতুল ইসলাম মসজিদ’ সুলতান কুতুবউদ্দিন আইবেক নির্মাণ করেন।

১৩. মামলুক শব্দের অর্থ কী?
উত্তর: মামলুক শব্দের অর্থ দাস।

১৪. লাখবখস কাকে বলা হতো?
উত্তর: লাখবখস সুলতান কুতুবুউদ্দিন আইবেককে বলা হতো।

১৫. দিল্লির কোন সুলতান ‘রক্তপাত ও কঠোর নীতি’ প্রয়োগ করেন?
উত্তর: দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন ‘রক্তপাত ও কঠোর নীতি’ প্রয়োগ করেন।

১৬. ভারতের কোন মামলুক সুলতান পারসিক রাজসভার অনুকরণ করেন?
উত্তর: ভারতের মামলুক সুলতান গিয়াসউদ্দিন বলবন পারসিক রাজসভার অনুকরণ করেন।

১৭. ‘ভারতের তোতাপাখি’ কার উপাধি ছিল?
উত্তর: ‘ভারতের তোতাপাখি’ কবি আমির খসরূর উপাধি ছিল।

১৮. ভারতে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ভারতে খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন ফিরোজ খলজি।

১৯. ঐতিহাসিক বারানি কাকে ‘প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি’ বলে অভিহিত করেছেন?
উত্তর: ঐতিহাসিক বারানি সুলতান মুহম্মদ বিন তুঘলকে ‘প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি’ বলে অভিহিত করেছেন।

২০. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথার প্রবর্তক কোন শাসক?
উত্তর: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথার প্রবর্তক সুলতান আলাউদ্দিন খলজি।

২১. মুহম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কী?
উত্তর: মুহম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম জুনা খান।

২২. দৌলতাবাদের পূর্বনাম কী?
উত্তর: দৌলতাবাদের পূর্বনাম দেবগিরি।

২৩. জৌনপুর নগরী কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: জৌনপুর নগরী সুলতান ফিরোজ শাহ তুঘলক প্রতিষ্ঠা করেন

২৪. দিল্লি সালতানাতের অবসান হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর: দিল্লি সালতানাতের অবসান হয় ১৫২৬ খ্রিস্টাব্দে।

২৫. স্বাধীন গুজরাটের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উত্তর: স্বাধীন গুজরাটের প্রকৃত প্রতিষ্ঠাতা জাফর খানের পৌত্র আহমদ শাহ।

২৬. লোদি বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: লোদি বংশের প্রতিষ্ঠাতা বাহলুল খান লোদি।

২৭. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান।

২৮. পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর: পানিপথের প্রথম যুদ্ধ ১৫২৬ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।


খ-বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী

Direct Download  PDF



গ: বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি



ভারতীয় মুসলমানদের ইতিহাস গ্রন্থটি অত্যন্ত তথ্যসমৃদ্ধভাবে লেখা হয়েছে। লেখকদ্বয় দীর্ঘদিন যাবৎ এই বিষয়ের ওপর অধ্যাপনা ও অধ্যয়ন করে আসছেন।যার পরিপ্রেক্ষিতে তারা গ্রন্থটির বিষয়বস্তু ছাত্রছাত্রী ও পাঠকদের প্রয়োজন অনুযায়ী যথাযথভাবে উপস্থাপন করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা ইসলামের ইতিহাস ও ইতিহাস বিষয়ে অনার্সে অধ্যয়নরত তারা এই বই থেকে মুসলিম ভারতের প্রয়োজনীয় তথ্য জানতে পারবে। স্নাতক পর্যায়ে যারা বিএ (পাস) কোর্সে অধ্যয়নরত তাদের জন্যও এই গ্রন্থটি উপকারে আসবে। ৭১২ খ্রিস্টাব্দ থেকে ১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের মুসলমানদের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিষয় এই গ্রন্থটিতে আলোচনা করা হয়েছে।বিশেষ করে মুসলিম শাসনামলে মুসলমানদের প্রশাসনিক, সামাজিক, সাংস্কৃতিক বিষয় সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। ভারতীয় উপমহাদেশে মুসলিম বিজয়ের পটভূমি, ইসলামের প্রচার, মুসলমান শাসকদের বিভিন্ন যুদ্ধাভিযান, রাজ্য প্রতিষ্ঠা, প্রশাসনিক নীতি, মুসলমানদের সামাজিকশিক্ষা প্রভৃতি মনোরমভাবে বর্ণনা করা হয়েছে। যুদ্ধের মাধ্যমে মুসলমানরা ভারতে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করলেও মুসলমানদের উদারনীতি ও ধর্ম সহিষ্ণুতা স্থানীয় মানুষদের মনেনির্ভয়তা এনে দিয়েছিল। মুসলিম শাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই যে, মুসলমানরাই প্রথমে ভারতে সর্বভারতীয় রাষ্ট্রকাঠামোর ভিত্তি স্থাপন এবং সর্বভারতীয় রাষ্ট্র ব্যবস্থার রূপায়ণ করেছিল। মুসলমানরা বহিরাগত হলেও তারা এদেশকে নিজভূম হিসেবে গ্রহণ করেছিল। এখানকার পুঁজি তারা বিদেশে পাচার করেনি, স্থানীয় মানুষদের অত্যাচার করেনি এবং জন কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থার প্রতিষ্ঠাতা ছিল মুসলমানরা। এই গ্রন্থে মুসলিম মানস এবং রাজনীতির দিক নির্দেশনা পাওয়া যাবে। গ্রন্থটি ছাত্রছাত্রীদের প্রয়োজন মেটালে লেখকদ্বয় নিজেদেরধন্য মনে করবেন।

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post