- ভারতীয় মুসলমানদের ইতিহাস (৭১২ – ১৫২৬)
- লেখক : মোঃ ইমরুল কায়েস চৌধুরী, মোঃ রমজান আলী আকন্দ
- প্রকাশনী : অবসর প্রকাশনা সংস্থা
- বিষয় : ইতিহাস ও সংস্কৃতি
অনার্স ইসলামের ইতিহাস ২য় বর্ষ ভারতে মুসলমানদের ইতিহাস ১৫২৬ খ্রি
বিষয় কোড: ২২১৬০১
ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
১. ‘তবকাই ই নাসিরি’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘তবকাই ই নাসিরি’ গ্রন্থের রচয়িতা ছিলেন ঐতিহাসিক মিনহাজ ই সিরাজ।
২. ‘কিতাবুল হিন্দ’ গ্রন্থের রচযিতা কে?
উত্তর: ‘কিতাবুল হিন্দ’ গ্রন্থের রচযিতা ঐতিহাসিক আল বেরুনি।
৩. ইবনে বতুতা কোন সনে ভারতবর্ষে আগমন করেন?
উত্তর: ইবনে বতুতা ১৩৩৩ সনে ভারতবর্ষে আগমন করেন।
৪. আরবদের সিন্ধু বিজয়কালে দামেস্কের খলিফা কে ছিলেন?
উত্তর: আরবদের সিন্ধু বিজয়কালে দামেস্কের খলিফা আল ওয়ালিদ ছিলেন।
৫. ‘রেহলা’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘রেহলা’ গ্রন্থের রচয়িতা ইবনে বতুতা।
৬. মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী কোথায় ছিল?
উত্তর: মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী আলোয়ার ছিল।
৭. আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করে?
উত্তর: আরবরা ৭১২ খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করে।
৮. সবুক্তিগিন কত বছর রাজত্ব করেন?
উত্তর: সবুক্তিগিন ২১ বছর রাজত্ব করেন।
৯. মহাকবি ফেরদৌসির প্রকৃত নাম কী?
উত্তর: মহাকবি ফেরদৌসির প্রকৃত নাম মুহম্মদ আবুল কাসেম।
১০. সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন?
উত্তর: সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন।
১১. কোন সুফি সাধক ‘সুলতানুল হিন্দ’ নামে পরিচিত?
উত্তর: সুফি সাধক খাজা মুইনুদ্দিন চিশতি ‘সুলতানুল হিন্দ’ নামে পরিচিত।
১২. ‘কুয়াতুল ইসলাম মসজিদ’ কে নির্মাণ করেন?
উত্তর: ‘কুয়াতুল ইসলাম মসজিদ’ সুলতান কুতুবউদ্দিন আইবেক নির্মাণ করেন।
১৩. মামলুক শব্দের অর্থ কী?
উত্তর: মামলুক শব্দের অর্থ দাস।
১৪. লাখবখস কাকে বলা হতো?
উত্তর: লাখবখস সুলতান কুতুবুউদ্দিন আইবেককে বলা হতো।
১৫. দিল্লির কোন সুলতান ‘রক্তপাত ও কঠোর নীতি’ প্রয়োগ করেন?
উত্তর: দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন ‘রক্তপাত ও কঠোর নীতি’ প্রয়োগ করেন।
১৬. ভারতের কোন মামলুক সুলতান পারসিক রাজসভার অনুকরণ করেন?
উত্তর: ভারতের মামলুক সুলতান গিয়াসউদ্দিন বলবন পারসিক রাজসভার অনুকরণ করেন।
১৭. ‘ভারতের তোতাপাখি’ কার উপাধি ছিল?
উত্তর: ‘ভারতের তোতাপাখি’ কবি আমির খসরূর উপাধি ছিল।
১৮. ভারতে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ভারতে খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন ফিরোজ খলজি।
১৯. ঐতিহাসিক বারানি কাকে ‘প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি’ বলে অভিহিত করেছেন?
উত্তর: ঐতিহাসিক বারানি সুলতান মুহম্মদ বিন তুঘলকে ‘প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি’ বলে অভিহিত করেছেন।
২০. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথার প্রবর্তক কোন শাসক?
উত্তর: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথার প্রবর্তক সুলতান আলাউদ্দিন খলজি।
২১. মুহম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কী?
উত্তর: মুহম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম জুনা খান।
২২. দৌলতাবাদের পূর্বনাম কী?
উত্তর: দৌলতাবাদের পূর্বনাম দেবগিরি।
২৩. জৌনপুর নগরী কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: জৌনপুর নগরী সুলতান ফিরোজ শাহ তুঘলক প্রতিষ্ঠা করেন
২৪. দিল্লি সালতানাতের অবসান হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর: দিল্লি সালতানাতের অবসান হয় ১৫২৬ খ্রিস্টাব্দে।
২৫. স্বাধীন গুজরাটের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উত্তর: স্বাধীন গুজরাটের প্রকৃত প্রতিষ্ঠাতা জাফর খানের পৌত্র আহমদ শাহ।
২৬. লোদি বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: লোদি বংশের প্রতিষ্ঠাতা বাহলুল খান লোদি।
২৭. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান।
২৮. পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর: পানিপথের প্রথম যুদ্ধ ১৫২৬ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।